প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৮
গাজীপুরের কালিয়াকৈরের আলোচিত কিশোর গ্যাং লিডার পিচ্চি আকাশকে র্যাব গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মধ্যরাতে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে র্যাব ১ ও র্যাব ১৪ এর যৌথ অভিযান চালিয়ে আটক করে। এসময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়ালও উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২১ ডিসেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানাধীন উলুসারা গ্রামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিচ্চি আকাশসহ ১০ জনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়। হত্যাকাণ্ডের তদন্তে র্যাবের একটি বিশেষ দল ছায়াতদন্ত শুরু করে।
বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাবের তৎপরতা ফলপ্রসূ হয় এবং বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি আকাশ ও তার সহযোগী সৌরভকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃত পিচ্চি আকাশের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, হত্যাসহ মোট ১২টি মামলা রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, গ্রেফতারকৃত পিচ্চি আকাশকে র্যাব কালিয়াকৈর থানায় হস্তান্তর করেছে। থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারের সময় উদ্ধার হওয়া চাইনিজ কুড়ালটি ব্যবহার করে পিচ্চি আকাশের অপরাধমূলক কার্যক্রম চালানো হতো বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। এই অস্ত্র তার সহযোগীদের সঙ্গে একাধিক অপরাধ সংঘটনে ব্যবহৃত হতে পারত।
স্থানীয় বাসিন্দারা জানান, পিচ্চি আকাশের দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল। তার নেতৃত্বে গঠিত কিশোর গ্যাং বিভিন্ন ছিনতাই, ডাকাতি এবং সহিংস ঘটনার সঙ্গে জড়িত ছিল। তার গ্রেফতারে এলাকাবাসী স্বস্তি অনুভব করছে।
র্যাবের কর্মকর্তা বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা র্যাবের অঙ্গীকার। গ্রেফতারকৃত সকল অপরাধীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ ও র্যাবের যৌথ তৎপরতার ফলে এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম দমন সম্ভব হয়েছে। স্থানীয় প্রশাসনও আশ্বাস দিয়েছে, ভবিষ্যতে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।