প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭
কক্সবাজারের টেকনাফে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি দুই কিশোরকে বিদেশে পাচারকালে উদ্ধার করেছে। এ সময় মানবপাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে এবং অপর একজন পালিয়ে গেছে। ধৃত পাচারকারী হলেন উখিয়া কুতুপালং ক্যাম্পের সৈয়দ আলমের পুত্র মোঃ রাসেদ (১৮), আর পলাতক পাচারকারী নুর হাসান (৩০)।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল আশিকুর রহমান মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সম্প্রতি চাকুরীর প্রলোভন দেখিয়ে মিয়ানমারে কিশোর পাচার চক্র সক্রিয় হয়েছে। বিজিবি গোপন সূত্রের খবর পেয়ে অবিলম্বে নজরদারি এবং অভিযানের ব্যবস্থা করে।
পাচারকারীরা ভুক্তভোগী কিশোরদের সঙ্গে বড়ইতলী এলাকা থেকে কেরানতলী এলাকায় অবস্থান নেয়। সাঁড়াশী অভিযান চালিয়ে বিজিবি দুই কিশোরকে উদ্ধার এবং পাচারকারী চক্রের একজনকে আটক করে। অভিযানকালীন সময়ে অপর পাচারকারী পালিয়ে যায়। উদ্ধার হওয়া কিশোররা হলেন কক্সবাজারের লাল দিঘির পাড়ের আইয়ুব খানের পুত্র মোঃ মাহিম (১৫) ও জসিমের পুত্র মোঃ সোহেল (১৬)।
আটক পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করলে তার দ্বারা মিয়ানমারে মানবপাচারের পরিকল্পনার সত্যতা নিশ্চিত হয়। তিনি জানান, মিয়ানমারে অবস্থানরত চক্রের এক সদস্য আমিনের সহযোগিতায় বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে মিয়ানমারে পাঠানো হয় এবং ক্ষেত্রবিশেষে মালয়েশিয়ায় পৌঁছে দেওয়া হয়।
স্থানীয়দের মতে, চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও মানবপাচারসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম পরিচালনা করছিল। অতীতে এদের বিরুদ্ধে মাদকপাচারসহ বিভিন্ন অপরাধে অভিযোগ থাকলেও আইনের ফাঁকফোকর ব্যবহার করে তারা অবাধে চলাফেরা করছিল।
লে. কর্ণেল আশিকুর রহমান জানান, মানব পাচার চক্রের অন্য সদস্যদেরও বিচারের আওতায় আনা হবে। ধৃত পাচারকারীকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা রুজু করা হয়েছে। তিনি আরও বলেন, বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা, মানবপাচার ও মাদক নির্মূলসহ সকল অবৈধ কার্যক্রম প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে।
বিজিবি পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে ভবিষ্যতেও জাতীয় নিরাপত্তা এবং জনস্বার্থ রক্ষা করার লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান চালিয়ে যাবে। ধৃত কিশোরদের উদ্ধার ও পাচারকারীর গ্রেপ্তার প্রমাণ করে যে সীমান্তে নজরদারি এবং সজাগ দৃষ্টিপাত কতটা কার্যকর।এ ঘটনা দেশের জনগণকে সচেতন করে যে, চাকুরীর প্রলোভন বা অর্থের প্রলোভনে কিশোরদের পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনী কার্যক্রমে সম্পূর্ণভাবে নিয়োজিত আছে।