প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হঠাৎ করেই পরিদর্শনে আসেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে তিনি হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং চিকিৎসক, রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি হাসপাতালের দৈনন্দিন কার্যক্রম, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং চিকিৎসা সেবার মান সম্পর্কে সরাসরি অবগত হন।