টেকনাফে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে একটি বিশাল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। টেকনাফ উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠন এতে অংশগ্রহণ করে।
শোভাযাত্রাটি শুরু হয় টেকনাফ পৌরসভার আলো শপিং কমপ্লেক্স থেকে। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এটি পৌরসভার বাস স্টেশনে এক পথসভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, “গৌরবের বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্ব দেয়া স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাই। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দেশের উন্নয়ন নিশ্চিত করেছেন। তাই দেশের মানুষের ভালবাসার ঠিকানা বিএনপি। আর এই ভালবাসার প্রতীক ধানের শীষ।”
তিনি আরও বলেন, “৪৭ বছর ধরে উখিয়া ও টেকনাফে বিএনপিতে নতুন নেতৃত্ব সৃষ্টি হয়নি। আগামী নির্বাচনে নতুন নেতৃত্বের হাতে ধানের শীষ তুলে দেওয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আবেদন জানাই।”
সভায় জেলা বিএনপির সভাপতি সোলতান আহমেদ বিএ, হাসান আহমেদ কাউন্সিলর, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, মোহাম্মদ আলম মেম্বার, মো. আনোয়ার, মো. হাশেম, মো. শরীফ প্রমুখ বক্তব্য রাখেন। কৃষকদলের সভাপতি নুরুন্নবীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন ভুলুর পরিচালনায় সভা পরিচালিত হয়।
সভায় বিভিন্ন পোস্টার, ফেস্টুন ও ব্যানার নিয়ে দলের নেতা-কর্মীরা বিভিন্ন ওয়ার্ড থেকে শ্লোগান তুলে শোভাযাত্রায় যোগ দেন। অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।