প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫, ২১:১
রাজবাড়ী সদর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা বিএনপির আয়োজনে গোয়ালন্দ মোড়ের আঞ্চলিক কার্যালয় থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন গাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সাবেক আহ্বায়ক দুলাল চৌধুরী, পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে দলটির নেতাকর্মীরা দেশের উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে উন্নয়নের ধারা বেগবান হয়। আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের আস্থা অর্জনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার আদর্শ অনুসরণ করে গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।