রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সামচু মাস্টার পাড়া এলাকায় গাছের সাথে গলায় ফাঁস নিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
নিহত যুবক শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মৃধা কান্দি গ্রামের জয় দল সরদারের ছেলে নুরু সরদার (৩৫)। তিনি সামচু মাস্টার পাড়া গ্রামের গিয়াস উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নুরু সরদার, মঙ্গলবার (২৬ আগস্ট) আনুমানিক রাত ১০ টা থেকে রাত ১২ টার মধ্যে যেকোনো সময় গিয়াস উদ্দিনের বাড়ির উঠানে বড়ই গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। স্থানীয়দের দেয়া খবর পেয়ে ঘটনাস্থলে গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ ফরিদ সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনায় মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।