প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ২২:৩৫
কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদী থেকে আবারও জেলেদের ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে শাহ পরীর দ্বীপ ঘাট থেকে ফেরার পথে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট নিয়ে এসে অস্ত্রের মুখে জেলেদের আটক করে। এসময় তাদের মাছ ধরার ট্রলার ও জালও নিয়ে যাওয়া হয়।
ধরে নিয়ে যাওয়া জেলেদের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং ছয়জন রোহিঙ্গা বলে জানা গেছে। তারা সকলে একসঙ্গে নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলেন।
বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাঝি জানান, আটক হওয়া জেলেদের নিয়ে আরাকান আর্মি নিজেদের ক্যাম্পে চলে যায়। স্থানীয় জেলেরা বিষয়টি দেখে এসে খবর দেন।
তিনি আরও জানান, গত চার দিনে ৪০ জনেরও বেশি জেলেকে জিম্মি করেছে আরাকান আর্মি। এখন পর্যন্ত কাউকেই ছেড়ে দেওয়া হয়নি। এতে সীমান্ত এলাকার জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
শাহ পরীর দ্বীপ এলাকার জেলেরা বলেন, প্রতিনিয়ত এমন ঘটনায় তারা মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন। জীবিকা নির্বাহের একমাত্র পথ হওয়া সত্ত্বেও এখন নদীতে নামতে বাধ্য হলেও প্রাণের ঝুঁকি নিয়ে মাছ ধরতে হচ্ছে।
এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহেসান উদ্দিন বলেন, মঙ্গলবার দুপুরে ১১ জেলে আটক হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা সভায় আলোচনা করা হয়েছে।
তিনি বলেন, জেলেদের সতর্ক হয়ে মাছ ধরতে হবে। বিশেষ করে যেন কোনোভাবেই মিয়ানমারের জলসীমায় প্রবেশ না করে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
সীমান্তে বারবার এমন ঘটনার কারণে জেলেদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তারা সরকার ও প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন।