প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৬:৩৬
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) সম্ভাবনা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইসমাইল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্র থেকে আগত এআই গবেষক প্রকৌশলী ইসরাফিল মাসুম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।
সেমিনারের সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল কাইয়ুম মাসুদ। আলোচনায় বক্তারা এআই গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সেমিনারে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে শিগগিরই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব স্থাপন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণা ও উদ্ভাবনের আরও বিস্তৃত সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে যে এ উদ্যোগ স্মার্ট শিক্ষা পরিবেশ গড়ে তুলবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ইসমাইল বলেন, এআই বিশ্বে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ করে গার্মেন্টস সেক্টরে এর প্রভাব পড়বে। অদক্ষ জনগোষ্ঠীর কর্মসংস্থানে চ্যালেঞ্জ তৈরি হবে।
তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করতে হবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানের প্রযুক্তিগত প্রশিক্ষণ ও গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সেমিনারে শিক্ষার্থীরা এআই নিয়ে নানা প্রশ্ন করেন এবং ভবিষ্যতে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে দিকনির্দেশনা পান। বক্তারা সবাইকে এআই ভিত্তিক গবেষণা ও উদ্ভাবনী প্রকল্পে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
আপনি কি এর জন্য মেটা কীওয়ার্ড ও হ্যাশট্যাগও চান?