
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ১৮:১৩

মৌলভীবজারের শ্রীমঙ্গলে পুলিশের উপস্থিতিতে ‘মব’ সৃষ্টি করে অবৈধ বালুর গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে বালু খেকোদের চক্রের বিরুদ্ধে। ঘটনাটি গতকাল রাতে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের উদনাছড়া ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটেছে। উপজেলা ও থানা প্রশাসন সুত্রে জানা গেছে, গতকাল রাতে সিন্দুরখান বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যদের একটি টিম অবৈধ বালুবাহী ট্রাক আটক করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিনকে মুঠোফোনে জানান। তাৎক্ষণিক ইউএনও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামকে ঘটনাস্থলে গিয়ে অবৈধ বালুবাহী গাড়ি জব্দ ও জড়িতদের শনাক্ত করে থানায় নিয়ে আসার নির্দেশ দেন।
