প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ১৭:১৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেপুর গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) ভোরের দিকে সাত্তার ও এমদাদুল নামে দুই আপন ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা ব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন। একই সঙ্গে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।
