প্রকাশ: ৬ নভেম্বর ২০২৫, ১১:৩০

নোয়াখালীর সদর উপজেলায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিন যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ নভেম্বর) রাতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুকসুদুস সালেহীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর আগে একই দিন বিকেলে উপজেলার ইসলামগঞ্জ বাজার ও দক্ষিণ হাউজিং এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
