কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক মর্মান্তিক ঘটনায় বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন গৃহবধূ জরিনা বেগম (৪৫)। তিনি উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের ছফর উদ্দিনের স্ত্রী। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জরিনা বেগম প্রতিবেশী আরিফুলের বাড়িতে যান। আরিফুল সম্প্রতি একটি নতুন অটোরিকশা কিনেছেন। অটোরিকশাটি তখন চার্জে লাগানো ছিল। কৌতূহলবশত জরিনা বেগম অটোরিকশাটি স্পর্শ করলে মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান, অটোরিকশাটিতে বৈদ্যুতিক ত্রুটি ছিল। চার্জে লাগানো অবস্থায় এটি বিদ্যুতায়িত হয়ে যায়। ফলে গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটে।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যেহেতু পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই, তাই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা বলছেন, একটু অসতর্কতাই কেড়ে নিলো এক মায়ের জীবন।