প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১৯:৩৬
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার পানি বৃদ্ধি ও বন্যার ফলে নদী তীরবর্তী চারটি ইউনিয়নের প্রায় ৪৬ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের পরিস্থিতি সবচেয়ে শোচনীয়। উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ১ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে এবং অধিকাংশ রাস্তাঘাটে পানি চলে এসেছে। মানুষের জন্য সাধারণ চলাচল ব্যাহত হওয়ায় নৌকা ও ভেলার মাধ্যমে যাতায়াত করতে হচ্ছে।