প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৬:১৪
মৌলভীবাজার জেলার সাত উপজেলার ৪৩৭ কিলোমিটার গ্রামীণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারের অভাবে এসব রাস্তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এতে যানবাহন চালক ও যাত্রী পথচারীদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা দাবি জানিয়েছেন, অবিলম্বে এসব সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হোক।