মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে নতুন বছরের প্রথম দিন এবার কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই শিক্ষার্থীদের হাতে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে পৌর শহরের কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণির পাঠ্যপুস্তক তুলে দেন স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হক।
এসময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবস চলমান থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বই বিতরণ অনুষ্ঠানে চলতি বছর কোনো ধরণের আনুষ্ঠানিকতা ছিল না।