প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ৯:২৯
পিরোজপুরের স্বরূপকাঠি পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন দীর্ঘ ২৭ বছর পর অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্বরূপকাঠি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।
নির্বাচনে সভাপতি পদে কাজী কামাল হোসেন, সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক পদে হাফিজুর রহমান নির্বাচিত হন। সকাল থেকে শুরু হওয়া এ আয়োজন রাজনৈতিক উৎসবের আবহ সৃষ্টি করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা জাগিয়েছে।
দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। স্বরূপকাঠি পৌর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা এবং সিনিয়র সদস্য মো. সাইদুল ইসলাম কিসমত। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বরূপকাঠি পৌর বিএনপির সদস্য সচিব কাজী কামাল।
প্রথম অধিবেশন শেষে বিদ্যমান পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় অধিবেশনে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে তিনটি পদের জন্য মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
৯টি ওয়ার্ডের ৬৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং ফলাফল ঘোষণার পর নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানান কর্মী ও সমর্থকরা।
১৯৯৮ সালে স্বরূপকাঠি পৌর বিএনপি গঠনের পর এবারই প্রথম এমন একটি সম্মেলন আয়োজন করা হলো। দীর্ঘদিন পরে এমন উদ্যোগে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এটিকে দলের পুনর্জাগরণের সুযোগ হিসেবে দেখছেন।
২০২৩ সালের ২৪ জানুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী স্বরূপকাঠি পৌর বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটিতে সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদকে আহ্বায়ক এবং কাজী কামাল হোসেনকে সদস্য সচিব করা হয়েছিল, যিনি এবার সভাপতি নির্বাচিত হয়ে নেতৃত্বের নতুন দায়িত্ব গ্রহণ করলেন।