প্রকাশ: ৭ আগস্ট ২০২৫, ১১:৫৯
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে পানছড়ি সাবজোন। বৃহস্পতিবার সকাল ১০টায় পানছড়ি সাবজোনের এমটি গ্যারেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কার্যক্রমে ৩০ বীর আওতাধীন সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ গ্রহণকারীদের মধ্যে ছিলেন মোট ৪০ জন পাহাড়ি ও বাঙালি অসহায় মানুষ। প্রতিজনকে ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা ও ২ কেজি আটা প্রদান করা হয়। এসব ত্রাণসামগ্রী হাতে পেয়ে উপকারভোগীরা জানিয়েছেন, এটি তাঁদের জন্য অনেকটা স্বস্তি ও সহায়তার হাতছানি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার উদ্দিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মির্জা মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তাঁরা বলেন, পাহাড়ি অঞ্চলের মানুষ নানা কারণে জীবিকা সংকটে পড়ে। এই সংকট মোকাবেলায় সেনাবাহিনীর এ ধরনের সহায়তা অত্যন্ত প্রশংসনীয়।
স্থানীয় বাসিন্দারা জানান, পানছড়ি সাবজোন থেকে প্রায়ই এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম দেখা যায়। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে বলেও তারা আশা করেন।
সাবজোন কমান্ডার জানান, পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তারা সবসময় প্রস্তুত থাকেন। তিনি বলেন, এই মানবিক সহায়তা কার্যক্রম শুধু সাময়িক ত্রাণ নয়, বরং একটি বৃহৎ সামাজিক দায়িত্বের অংশ হিসেবে বিবেচনা করা উচিত।
ত্রাণ বিতরণ শেষে উপকারভোগীরা সাবজোন কমান্ডারসহ উপস্থিত কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের প্রতি এই সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গিকে তারা অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন।
এই ধরনের উদ্যোগ পাহাড়ি এলাকার মানুষের মাঝে শান্তি ও সহাবস্থানের বার্তা পৌঁছে দেয়। উপকারভোগীদের আহ্বান, ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ যেন অব্যাহত থাকে।