রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাট পরিদর্শন করেছেন গোয়ালন্দ উপজেলা নবাগত নির্বাহী অফিসার সাথী দাস।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে পরিদর্শনকালে ইউএনও সাথী দাস দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়া, যাত্রীদের দুর্ভোগ লাঘবে ঘাট এলাকার শৃঙ্খলা রক্ষার বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন তিনি।
এসময় তিনি ঘাটে চলাচলকারী যানবাহনের সংখ্যা, যাত্রী সেবা, টিকিট ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ঘাট এলাকার অব্যবস্থাপনা বা কোনো সমস্যা থাকলে তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
পরিদর্শনের সময় ইউএনও সাধারণ যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। তিনি আশ্বস্ত করেন প্রশাসন যাত্রীদের সুবিধার্থে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘাটের সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করার জন্য পরামর্শ প্রদান করেন।