প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:১৪
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে চিহ্নিত শীর্ষ মাদক কারবারি ফুয়াদ হাসান সাকিবসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোররাতে মাধবপুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তার ফুয়াদ হাসান সাকিব উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের বাসিন্দা। একই এলাকায় বসবাসরত জুনাইদ, জাবেদ ও নয়ন নামের আরও তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।
বিজিবি সরাইল-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জাব্বার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবির একটি যৌথ দল মাধবপুর বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে সাকিবের কাছ থেকে ৮ কেজি গাঁজা, ৫ লাখ ৫০ হাজার টাকা, বিদেশি মদ, ফেনসিডিল, চারটি মোবাইল ফোন, চারটি মোটরসাইকেল, তিনটি বল্লম ও একটি রামদা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ফুয়াদ সাকিব দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকায় সক্রিয় একটি সংঘবদ্ধ মাদক চক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে এর আগেও ১৫টির বেশি মামলা রয়েছে, যার মধ্যে মাদক, অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
অভিযান পরিচালনার সময় স্থানীয় জনগণ সহযোগিতা করেছে বলেও জানানো হয়। অভিযানকালে এলাকাজুড়ে সতর্ক অবস্থানে ছিল সেনা ও বিজিবি সদস্যরা, যাতে অভিযানে কোনো প্রকার বিঘ্ন না ঘটে।
অভিযানের পর আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।