প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১১:৩১
শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার বিশাকুড়ি এলাকা থেকে বোমা তৈরির সরঞ্জামসহ আফতাব উদ্দিন ওরফে আবির (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় নিজ বাড়ির সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আফতাবকে আটক করা হয়। পরে ঢাকার কাউন্টার টেররিজম ইউনিটের একটি বিশেষ দল ডামুড্যায় এসে তার বসতবাড়িতে অভিযান চালায় এবং সেখান থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
আটক আফতাব উদ্দিন পূর্ব ডামুড্যা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। চলতি বছর তিনি এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তার বাবা আব্দুল মালেক হাওলাদার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন, যিনি কয়েক বছর আগে মৃত্যুবরণ করেন। মা নুরজাহান বেগমের সঙ্গে তিনি ডামুড্যা থানার পাশেই একটি একতলা পাকা বাড়িতে বসবাস করতেন।
রোববার (২৮ জুলাই) তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশের দাবি, আফতাব অনলাইনের বিভিন্ন ভিডিও এবং ফোরামের মাধ্যমে ‘সেলফ-মটিভেটেড’ হয়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন। এসব ভিডিও থেকে তিনি বোমা তৈরির কৌশল শিখে তা বাস্তবায়নের চেষ্টা করেন।
শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, আফতাব নিজে নিজেই এসব বিষয়ে আগ্রহী হয়ে পড়ে। অনলাইনে প্রচারিত জঙ্গিবাদী কনটেন্ট দেখে সে প্রভাবিত হয়। তবে এখন পর্যন্ত আইএস বা অন্য কোনো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।
অপরদিকে, আফতাবের মা নুরজাহান বেগম দাবি করেন, তার ছেলে নিরীহ ও ভদ্র। তিনি বলেন, পুলিশ হঠাৎ করেই বাড়ির সামনে থেকে আফতাবকে ধরে নিয়ে যায়। পরে তারা বাসায় তল্লাশি চালালেও পরিবারকে কিছু দেখায়নি।
এই ঘটনায় ডামুড্যা থানার এসআই রিপন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ২০০৯ সালের সংশোধিত ধারায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে আফতাব উদ্দিনকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।