প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৯:৩৬
বরিশালের হিজলা উপজেলায় বিএনপির সাবেক সভাপতি সার্জেন্ট (অব.) আনোয়ার হোসেন দুলালের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আসর নামাজের পর মরহুমের নিজ বাড়িতে শ্রীপুর সেবা ও ক্রীড়া সংঘের আয়োজনে এই অনুষ্ঠানের শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান। তিনি মরহুমের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আনোয়ার দুলাল জীবদ্দশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইজ্জত ও সম্মান রক্ষায় কাজ করেছেন এবং সাধারণ মানুষের জন্য সবসময় পাশে দাঁড়িয়েছেন। তিনি মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করেছিলেন, যা আজও অমলিন রয়েছে।
রাজীব আহসান বলেন, “সাধারণ মানুষ আমাদের মাঝে খালেদা জিয়া ও তারেক রহমানকে খুঁজে বেড়ায়। আমাদের কাজের মধ্য দিয়ে তাদের ব্যক্তিত্ব যেন ফুটে উঠে। যদি তা না হয়, তাহলে তাদের সম্মান ক্ষুন্ন হবে।” তিনি আরও জানান, আনোয়ার দুলাল মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দলের স্বার্থে নিষ্ঠার সাথে কাজ করেছেন এবং তার সেই অবদান মানুষের হৃদয়ে গভীরভাবে বেঁচে আছে।
সভায় মরহুমের ছোট ভাই জহিরুল ইসলাম নবু সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জহির উদ্দিন তুহিন, নিজাম উদ্দিন, দেওয়ান মনির হোসাইন, মোঃ আলতাফ হোসেন খোকন, সালাউদ্দিন সরদার, সোলাইমান জমদ্দার, মাহাতাব সিকদার, আমীর বাঘা, দুলাল সরদার, আল আমিন মৃধা, মহসিন সিকদার, সম্রাট সহ হিজলা উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতারা। তারা মরহুমের কর্মময় জীবন ও দেশপ্রেমকে স্মরণ করেন এবং তার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।
আলোচনা সভার শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সকল উপস্থিতি দোয়ার মাধ্যমে মরহুমের আত্মার শান্তি কামনা করেন।
এই অনুষ্ঠানটির মাধ্যমে হিজলা বিএনপি পরিবার একটি শোকস্মৃতির পাশাপাশি দলের ঐতিহ্য ও মূল্যবোধকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টাও করেছে। আনোয়ার দুলালের অবদান বিএনপির জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে থেকে যাবে বলে সবাই মনে করেন।
এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি দল তাদের ইতিহাস ও নেতা-নেত্রীর স্মৃতিকে সংরক্ষণ ও সমৃদ্ধ করার চেষ্টা অব্যাহত রাখবে। এভাবেই তারা দলের শক্তি ও ঐক্য বজায় রাখতে চাইছে।