প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৮:১৩
রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ অনুষ্ঠান। শনিবার সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
অনুষ্ঠানে শতাধিক নারী, পুরুষ ও যুব সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রথম পর্বে অংশগ্রহণকারীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় শপথ পাঠ অনুষ্ঠানে যুক্ত হন, যেখানে সমাজ গঠনের লক্ষ্যে দুর্নীতি, সহিংসতা ও বৈষম্যমুক্ত একটি মানবিক সমাজ গড়ে তোলার অঙ্গীকার করেন সবাই।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে নারী ও শিশুদের সুরক্ষা ও সামাজিক উন্নয়নে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন।
আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. নিজাম উদ্দিনসহ আরও অনেকে। বক্তারা বলেন, সামাজিক মূল্যবোধ ও মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা আমাদের সকলের দায়িত্ব।
বক্তারা আরও বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই সমাজের প্রতিটি স্তরে সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে জুলাই-আগস্ট আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। অংশগ্রহণকারীরা নীরবতা পালন করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
শেষে উপস্থিত সকলের উদ্দেশ্যে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান, যেখানে সবাই সমাজের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই অনুষ্ঠানের মাধ্যমে গোয়ালন্দে সমাজ গঠনের ক্ষেত্রে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।