প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৭:২৯
কোনো ট্যাগ পাওয়া যায়নি
টাঙ্গাইল জেলার মির্জাপুরে প্রবাসী ফিরোজ আল মামুন (৪৬) হত্যা মামলার মূল আসামিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প অভিযান চালিয়ে মাত্র ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে। আসামির নাম জামিল ওরফে সোনা মিয়া (৬০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত ফিরোজ আল মামুন দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাস জীবনযাপন করেন। গত ৯ মার্চ ২০২৫ তিনি স্থায়ীভাবে দেশে ফিরে গাড়ির ব্যবসা শুরু করার চেষ্টা করছিলেন। তিনি তার মাকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করছিলেন।
গত ২১ জুলাই রাতে খাওয়া শেষে তিনি ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে স্থানীয়রা মির্জাপুর থানাধীন তরফপুর ইউনিয়নের তরফপুর (মাটিয়াঘারা) এলাকায় আহসান মুন্সির কৃষি জমির আইলের ওপর ফিরোজের মরদেহ দেখতে পান।
পরে নিহতের ভগ্নীপতি ফরহাদ মোল্লা বাদী হয়ে মির্জাপুর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর-৩২, তারিখ-২২/০৭/২৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।
মামলা দায়েরের পরই র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং হত্যাকারীদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুলাই রাত সাড়ে ৮টার দিকে মুচিরচালা এলাকায় অভিযান চালিয়ে আসামি জামিলকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, মামলা রুজুর মাত্র ১২ ঘণ্টার মধ্যে এ গ্রেফতার সম্ভব হয়েছে, যা মামলার রহস্য উদঘাটনে বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মির্জাপুর থানার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।