প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৭:৪৩
কোনো ট্যাগ পাওয়া যায়নি
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বড়খালি বাজারে তিনটি নিরাপত্তা গেটের ১৩টি তালা ভেঙে এক বিকাশ ও ঔষধের দোকানে চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে, যা বাজারজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দোকানটির মালিক ডাক্তার মালেক জানান, দীর্ঘদিন ধরে তিনি ঔষধ ও বিকাশ সেবার ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মতো তিনি দোকান বন্ধ করে রাতের বেলা বাড়ি চলে যান।
সোমবার সকালে বাজারে এসে তিনি দেখেন, তার দোকানের নিরাপত্তা গেটের সবগুলো তালা কেটে চোরেরা প্রবেশ করেছে। দোকান থেকে নগদ ৪৩ হাজার টাকা, বিভিন্ন ঔষধপত্র এবং একটি মোবাইল সেট নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি জানাজানি হলে আশপাশের দোকানিরাও আতঙ্কে পড়ে যান। বাজারে কোনো নৈশ প্রহরী না থাকায় চুরির ঘটনা সহজেই ঘটেছে বলে অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ীরা।
বাজারের সচেতন মহল মনে করছেন, একটি গুরুত্বপূর্ণ বাজারে রাতে কোনো প্রহরী না থাকা খুবই দুঃখজনক। তারা প্রশাসনের কাছে বাজারে নিরাপত্তা প্রহরী নিয়োগের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর এমন চুরির ঘটনা না ঘটে।
এ বিষয়ে গোপালপুর থানা পুলিশ জানিয়েছে, প্রতিরাতে উপজেলার সব এলাকায় পুলিশের নিয়মিত টহল থাকে। তবে পুলিশের গাড়ি এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার সময় এই ফাঁকে চোরচক্র চুরি সংঘটিত করে থাকে।
তারা আরও বলেন, প্রতিটি বাজারে নিরপেক্ষ ও দায়িত্ববান প্রহরী নিয়োগ করা হলে এই ধরনের অপরাধ অনেকাংশে কমে যাবে এবং চোরদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
এদিকে সকালে জামায়াত মনোনীত টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হুমায়ুন কবীর ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে যান। তিনি দোকানি মালেকের ক্ষতি দেখে দুঃখ প্রকাশ করেন এবং প্রশাসনের প্রতি দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
বড়খালি বাজারে এ চুরির ঘটনাটি স্থানীয়ভাবে আলোচিত বিষয় হয়ে উঠেছে। পুলিশ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী অবিলম্বে কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছে।
এ ঘটনার পর বাজারের ব্যবসায়ীরা আরও সতর্ক হয়ে উঠেছেন এবং নিজেরাই একটি প্রহরী নিয়োগের উদ্যোগ নিতে শুরু করেছেন। তবে সরকারি ব্যবস্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে এমন ঘটনা পুনরায় ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে।