প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ২১:৮
গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও নিষিদ্ধ আওয়ামী লীগের সংঘর্ষের পর জারিকৃত কারফিউ আগামীকাল শুক্রবার সকাল ১১টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর তিন ঘণ্টার বিরতির পর শুক্রবার দুপুর ২টা থেকে পুনরায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান কারফিউ আগামীকাল সকাল ১১টা পর্যন্ত কার্যকর থাকবে। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাময়িকভাবে কারফিউ শিথিল করা হবে, তবে এরপর থেকে নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত আবারও তা কার্যকর থাকবে।
গেল বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হলেও পরে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সংঘর্ষের সময় সাংবাদিক, পুলিশ সদস্যসহ বহু সাধারণ মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসক মো. কামরুজ্জামান তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ জেলাজুড়ে ১৪৪ ধারা জারি করেন এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কারফিউ ঘোষণার মাধ্যমে জনসাধারণকে ঘরে অবস্থানের নির্দেশ দেওয়া হয়।
জেলাজুড়ে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। শহরের প্রধান সড়কগুলো জনশূন্য হয়ে পড়েছে। দোকানপাট, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ রয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ ঘটনার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট প্রশাসনকে দায়ী করে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে।
এদিকে সাধারণ জনগণ আতঙ্কে দিন পার করছেন। তারা দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে আসার দাবি জানিয়েছেন, যাতে করে দৈনন্দিন জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য আবার সচল হয়।