প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৭:৪
টানা বৃষ্টির কারণে খানাখন্দ সৃষ্টি হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাত থেকে দুপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটে পড়েছে কয়েক হাজার যানবাহন। এতে যাত্রী, চালক ও পণ্য পরিবহনকারীরা পড়েছেন চরম দুর্ভোগে।