প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ২১:০
কোনো ট্যাগ পাওয়া যায়নি
বরিশালের হিজলা উপজেলায় এসএসসি পরীক্ষার ফলাফল প্রত্যাশিত না হওয়ায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে দুই ছাত্রী। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে, অপরজন মৃত্যুর সঙ্গে লড়ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।
বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি ২০২৫ সালের ফলাফল প্রকাশের পরপরই এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বড়জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুর এলাকার অমল মাতুব্বরের মেয়ে অর্পিতা মাতুব্বর (১৬) পরীক্ষায় ফেল করার খবরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
অর্পিতা বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। পরিবার তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে গুয়াবাড়িয়া ইউনিয়নের মোশাররফ বিশ্বাসের মেয়ে মোর্শেদা আক্তার ইমা (১৬) এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.৮৯ পাওয়ার পর হতাশ হয়ে একইভাবে আত্মহত্যার চেষ্টা করে। ইমা খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।
হিজলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জানান, এ বছর হিজলায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৯৮২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৪৮৬ জন, ফেল করেছে ৪৯৬ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র ১৯ জন।
এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে ৩৪৫ জন পরীক্ষার্থী অংশ নেয়, এর মধ্যে ২৬৩ জন পাস করে ও ৮২ জন ফেল করে। মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ৪ জন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক চাপ ও প্রত্যাশা নিয়ে সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় শিক্ষক ও সমাজকর্মীরা।