প্রকাশ: ৮ জুলাই ২০২৫, ২০:০
স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাব অনুযায়ী নিয়োগবিধি সংশোধন করে মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত রাজবাড়ী সিভিল সার্জনের কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হেল্থ এসিস্টেন্স এসোসিয়েশন, রাজবাড়ী জেলা শাখা।