প্রকাশ: ৮ জুলাই ২০২৫, ১৮:১২
মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে নোয়াখালী জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বর্ষা মৌসুমে জেলার অন্যতম সর্বোচ্চ বৃষ্টিপাত। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত এ তথ্য নিশ্চিত করেন জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।