প্রকাশ: ৬ জুলাই ২০২৫, ১৪:৩৪
কোনো ট্যাগ পাওয়া যায়নি
কক্সবাজারের টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদক। এ সময় অপহৃত এক যুবককেও জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ জুলাই) গভীর রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড ও পুলিশ যৌথভাবে অভিযানে নামে। সংবাদে জানা যায়, পাহাড়ি এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে অবস্থান করছে। খবর পেয়ে রাতের আঁধারে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অভিযানে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড ও পুলিশের সদস্যরাও পাল্টা গুলি চালায়।
উভয়পক্ষের মধ্যে কিছুক্ষণ গোলাগুলি চলার পর সন্ত্রাসীরা গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে তল্লাশি চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করে। এ সময় একটি গর্ত থেকে এক অপহৃত যুবককে উদ্ধার করা হয়, যার নাম মো. সোহেল (২০)। তিনি টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১টি জি-৩ রাইফেল, ২টি বিদেশি পিস্তল, ৩টি দেশিয় বন্দুক, ৩ হাজার ১০০টি রাইফেলের গুলি এবং ১৪টি পিস্তলের গুলি। এছাড়াও উদ্ধার করা হয়েছে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৪ লিটার দেশি মদ।
রোববার দুপুরে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর। তিনি জানান, উদ্ধার হওয়া অস্ত্রসমূহ দেশীয় নয়, এগুলো মিয়ানমার থেকে আসা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, রাখাইনে সংঘটিত কিছু ঘটনার সুযোগে অস্ত্র কারবারি ও সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই ঘটনার পেছনের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা জানান, দেশের উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোস্ট গার্ড নিয়মিত টহল চালিয়ে যাচ্ছে। অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।