প্রকাশ: ৪ জুলাই ২০২৫, ১৭:৪৮
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) দুটি পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা এবং আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে মোট ৮০টি ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা এবং ৩৫ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
প্রথম অভিযানে শ্রীমঙ্গল উপজেলার পাচাউন গ্রামে এসআই এ.এইচ.এম মাহমুদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে লেদন মিয়া ওরফে আব্দুর রহমান (৫২) কে তার নিজ বসতঘর থেকে আটক করা হয়। তার ঘরে তল্লাশির সময় ৮০টি ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বে দুইটি মাদক মামলাও বিচারাধীন রয়েছে।
একই রাতে অপর অভিযানে সদর উপজেলার শিমুলতলা বাজারের বিসমিল্লাহ ভেরাইটিজ স্টোরে এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে সৈয়দ আব্দুল গালিব (৪০) কে আটক করা হয়। দোকানের বিশ্রাম কক্ষে রাখা একটি চটের বস্তা থেকে ৩৫ হাজার শলাকা ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি এবং ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, ভারতীয় বিড়িগুলো অবৈধভাবে সীমান্ত চোরাপথে দেশে আনা হয়েছে এবং স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করা হয়েছিল। উদ্ধারকৃত বিড়ির বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, মৌলভীবাজারে মাদক ব্যবসা ও চোরাচালান রোধে গোয়েন্দা শাখা নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে।
জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, সীমান্তবর্তী জেলা হওয়ায় মৌলভীবাজারে মাদক ও চোরাচালানের প্রবণতা বাড়ছে। এই প্রবণতা রোধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।
জনসাধারণের প্রত্যাশা, প্রশাসনের এই কার্যক্রম মাদকের কড়াল গ্রাস থেকে এলাকাকে মুক্ত করবে এবং যুবসমাজকে রক্ষা করবে।