প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৯:১২
মৌলভীবাজারে টানা ভারী বর্ষণে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় ১১৭.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ বৃষ্টির পরিমাণ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে এই ভারী বর্ষণের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।