প্রকাশ: ২১ মে ২০২৫, ১৯:১৫
পার্বত্য চট্টগ্রামে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে নারী ও মেয়ে শিশুর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী “জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ” বিষয়ক প্রশিক্ষণ। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি পুলিশ অফিসার্স মেস হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। জেলা পুলিশের আয়োজনে এবং ইআরআরডি-সিএইচটি, ইউএনডিপি’র সার্বিক সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।