প্রকাশ: ২০ মে ২০২৫, ১১:১৮
নওগাঁয় জেলা যুবদলের আয়োজনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার’ শীর্ষক সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের আয়োজনে কমিউনিটি সেন্টারে এই সভায় রাজশাহী ও রংপুর বিভাগের নেতৃবৃন্দ অংশ নেন। আগামী ২৩ ও ২৪ মে বগুড়ায় অনুষ্ঠিতব্য এই সমাবেশের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল। তিনি বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করতে জাতীয় ঐক্যের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব অপরিহার্য। বর্তমানে স্বৈরাচারী সরকার সংস্কারের নামে নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে, যা দ্রুত সংস্কারের দাবি উঠেছে।
রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। তিনি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এবং নেতাকর্মীদের রাস্তায় নামার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। এছাড়া, যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার ও যুগ্ম আহ্বায়ক একে এম রউশন উল ইসলাম সভার সুষ্ঠু পরিচালনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মাহমুদুন সালেহীন, সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক তানভীর আহম্মেদ সোহেল, পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ও রাজশাহী বিভাগীয় সহ-সমন্বয়ক ইলিয়াস আহম্মেদ হিমেল রানা এবং অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। তারা সবাই তরুণ সমাজের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব ব্যাখ্যা করেন।
সভায় অংশগ্রহণকারীরা একমত হন, আগামী বগুড়ার সমাবেশ দেশব্যাপী তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উদ্যোগ তরুণদের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকারের প্রতি তাদের দায়িত্ববোধ জাগ্রত করবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
জেলা যুবদলের অন্যান্য সদস্য ও স্থানীয় নেতাকর্মীরা সভায় উপস্থিত থেকে প্রস্তুতি কার্যক্রমে সমর্থন জানান। তারা বগুড়ায় সফল সমাবেশের জন্য মাঠপর্যায়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এই প্রস্তুতি সভার মাধ্যমে তরুণরা তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একাত্মতার সঙ্গে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে, যা আগামী দিনে দেশের রাজনীতিতে নতুন শক্তি যোগ করবে।