প্রকাশ: ২০ মে ২০২৫, ১৯:৫৯
মেহেরপুরের গাংনী উপজেলার বাদিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে আলামিন হোসেন রাব্বি নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেওয়া হয়। অভিযুক্ত রাব্বি একই উপজেলার বামন্দী হঠাট পাড়ার আব্দুর রহিমের ছেলে।