প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৬:১৭
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ঝিনাইদহ প্রেসক্লাবে সোমবার দুপুরে অনুষ্ঠিত আমজনতা দলের জেলা পরিচিতি সভায় প্রধান আলোচকরা জানান, বাংলাদেশে কোনো মূল্যে ভারতীয় আধিপত্যবাদ বুকে ধারণ করা হবে না এবং যে কেউ দিল্লীর দাসত্বের পথে হাঁটবে, তাদেরকে দৃঢ় প্রতিরোধ করা হবে।
সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, পরাধীনতার যে কোনো ছোঁয়া আমরা মেনে নিতে পারি না। ভারতীয় আগ্রাসন বিরোধী যেকোনো অবস্থান এবং আন্দোলনের সঙ্গে আমজনতা দল একযোগে কাজ করবে ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করবে।
প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল বক্তব্যে বলেন, স্বাধীনতা অর্জনের মহান ত্যাগ ও কষ্টের স্মৃতি বুকে ধারণ করে দেশকে বহির্বিশ্বে সম্মানিত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। তিনি রাজনীতি ও সামাজিক আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।
সাবেক সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন ও সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ার্দার বাবলু বলেন, ভারতের হিন্দু‑জাতীয়তাবাদী নীতির বিরুদ্ধে প্রতিবাদী জনমত গড়ে তুলতে হবে। তারা বাংলা বর্ণমালার ঐতিহ্য ও বহুসাংস্কৃতিক সংহতির উপর গুরুত্বারোপ করেন।
দলের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ মো. সায়েদুর রহমান এবং জেলা সদস্য সচিব সাইদুর রহমান সৈকত ও মুসকার রুবাইয়া মীরা বলেন, সার্বভৌমত্ব রক্ষা, সুশাসন নিশ্চিতকরণ ও বেকারত্ব মোকাবিলার লক্ষ্যে গড়ে ওঠা দলটি দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করার এ সংগঠনকে মনে করিয়ে দেবে।
পরিচিতি সভায় মোট ১১৯ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটির নেতাদের সরকার হারানো ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আহ্বান জানানো হয়। এ কমিটি জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনের শক্তি আরও সুসংহত করবে।
সভায় ১০ দফা কর্মসুচি উদ্ভাবন করে সদস্যদের হাতে তুলে দেওয়া হয়, যার মধ্যে রয়েছে জাতীয় স্বনির্ভরতা বৃদ্ধির উদ্যোগ, কৃষি উন্নয়ন, শিল্প ও বণিকসহ ক্ষুদ্র ব্যাবসায়ীদের সহায়তা, মুক্তবাজারের নীতি বাতিল এবং ন্যূনতম মজুরি নিশ্চিতকরণ।
সভালবার শেষে উপস্থিত নেতারা একবিন্দুতে মিলিত হয়ে সিদ্ধান্ত নেন, ভবিষ্যতে যেকোনো জাতীয় সংকটের সময় সর্বসম্মতিক্রমে ঐক্যবদ্ধ মন্তব্য ও কর্মসূচি গ্রহণ করা হবে, যাতে সত্যিকারের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠা সম্ভব হয়।