প্রকাশ: ১৯ মে ২০২৫, ১০:২৯
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল এলাকায় একটি ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে, যখন দুটি যানবাহনের মধ্যে সরাসরি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। একজন হলেন মাইক্রোবাসের চালক আরিফুল ইসলাম মানিক এবং অপরজনের নাম দেলোয়ার। নিহত তৃতীয় ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এবং তাদের জরুরি চিকিৎসা প্রদান করা হচ্ছে।
বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। দুর্ঘটনাস্থলে এখনও যান চলাচলে বিঘ্ন ঘটছে বলে জানান তিনি।
প্রাথমিকভাবে জানা গেছে, মাইক্রোবাসটি ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দু’টি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং মাইক্রোবাসটি রাস্তার পাশে উল্টে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, ঘন কুয়াশা কিংবা অতিরিক্ত গতি দুর্ঘটনার কারণ হতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে। ট্রাক চালককে আটক করা হয়েছে কিনা, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের মতে, ২৫ মাইল এলাকাটি দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত এবং অতীতে এখানে একাধিক দুর্ঘটনা ঘটেছে। তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানানো হয়েছে।