টাঙ্গাইল জেলার ভূঞাপুর ও গোপালপুর উপজেলায় বিএনপির নেতৃবৃন্দ জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন।
১৪ মে বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, পেশাজীবি সংগঠন, সাংবাদিক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণের হাতে এই রূপরেখার লিফলেট তুলে দেওয়া হয়।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ। এদের মধ্যে ছিলেন সাবেক কেন্দ্রীয় যুবদলের পাঠাগার বিষয়ক সহ-সম্পাদক সাজিদ হাসান বাবু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি নাজমুল হাসান হাবিব, গোপালপুর শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাতুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ, সাধারণ সম্পাদক হিরা মিয়া, পৌর ছাত্রদলের সভাপতি রোমান বাবুসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা রূপরেখার মধ্যে রয়েছে সংবিধান সংস্কার কমিশন গঠন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন, মিডিয়া ও প্রশাসনিক সংস্কার, মানবাধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন, তথ্যপ্রযুক্তি ও মহাকাশ গবেষণার উন্নয়ন এবং কৃষি ও শ্রমিক কল্যাণসহ নানা গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়।
এই রূপরেখা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষিত ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং তারেক রহমানের ঘোষিত ২৭ দফা কর্মসূচির আলোকে যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে ভিত্তি করে প্রণীত।
বিএনপি নেতারা বলেন, এই রূপরেখা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক, কার্যকর ও স্বচ্ছ রাষ্ট্র গঠনের রোডম্যাপ। জনগণকে সম্পৃক্ত করেই এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, উন্নত ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।