ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সাধুবান্ধা গ্রামে লিচুর বিচি গলায় আটকে সিয়াম আলী (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের দুলাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী রসেদা বেগম জানান, সিয়াম বাড়ির আঙিনায় একটি লিচুগাছের নিচে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। খেলার একপর্যায়ে গাছ থেকে পড়ে থাকা একটি পাকা লিচু কুড়িয়ে খাওয়ার সময় তার গলায় বিচিটি আটকে যায়। সিয়ামের শ্বাসকষ্ট শুরু হলে অন্য শিশুরা চিৎকার করে। শব্দ শুনে বাড়ির লোকজন ছুটে এসে দ্রুত তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আহাদুজ্জামান সজীব জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটি মারা যায়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সিয়ামের গলা থেকে লিচুর বিচিটি বের করেন, তবে ততক্ষণে দেরি হয়ে যায়। তিনি জানান, বিচিটি দীর্ঘ সময় গলায় আটকে থাকায় শ্বাস বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়।