পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) সকালে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
নিহত রাজেশ কুমার পাল রাজশাহী জেলার পুটিয়া থানার নামাজ গ্রামের বাসিন্দা শরৎ কুমার পালের ছেলে। তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে পর্যটন শহর কুয়াকাটায় বেড়াতে এসেছিলেন।
নিহতের সঙ্গে থাকা বোনজামাই কমল কুমার পাল জানান, তারা শুক্রবার রাতে রাজশাহী থেকে কুয়াকাটায় এসে সাগর নীড় নামের একটি আবাসিক হোটেলে ওঠেন। পরদিন সকালে সৈকতে গোসল করতে নামেন। এ সময় সমুদ্রের ঢেউয়ের তোড়ে রাজেশ গভীর পানিতে তলিয়ে যান।
কমল কুমার পাল বলেন, “গোসল করার সময় রাজেশ সমুদ্রের একটু গভীরে চলে যান। আমরা তখন তাকে ডাকতে থাকি। আশপাশের পর্যটকরাও বিষয়টি লক্ষ্য করে চিৎকার শুরু করেন। পরে ট্যুরিস্ট পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে।”
উদ্ধারের পর রাজেশ কুমার পালকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ তাকে মৃত ঘোষণা করেন।
ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা জোনের উপ-পুলিশ পরিদর্শক মো. সবুর মিয়া বলেন, “সকালে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে পর্যটকদের চিৎকার শুনে ঘটনাস্থলে যাই। সেখান থেকে এক পর্যটককে উদ্ধার করে তুলাতলী হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
পরবর্তীতে রাজেশের মৃতদেহ মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “রাজেশ কুমার পাল নামের এক পর্যটকের লাশ ট্যুরিস্ট পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রেখেছি।”
এই ঘটনার পর সৈকতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে স্থানীয় প্রশাসন এবং ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে।