পটুয়াখালীর কলাপাড়ায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মারিয়া আক্তার (১০) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত মারিয়া উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী এবং উত্তর টিয়াখালী গ্রামের বাসিন্দা মো. মোজাম্মেল মৃধার কন্যা। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মারিয়া তার বোনের বাড়িতে বেড়াতে আসে। পরে তার বোনের মেয়েকে নিয়ে একটি স্থানীয় মাদ্রাসায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, সিক্স লেন রাস্তায় দ্রুতগামী একটি অটোবাইক মারিয়াকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন।
এই দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক মেধাবী শিশুশিক্ষার্থীর এমন অকাল মৃত্যু কেউই সহজে মেনে নিতে পারছে না। সহপাঠী, শিক্ষক, প্রতিবেশী ও স্বজনরা মারিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে নিহত মারিয়ার পরিবার কোনো প্রকার মামলা করতে অনিচ্ছা প্রকাশ করে এবং মরদেহ দাফনের জন্য নিয়ে যায়।
পটুয়াখালী অঞ্চলে সড়ক নিরাপত্তা ও অটোবাইকের নিয়ন্ত্রণহীন গতি নিয়ে আগে থেকেই উদ্বেগ থাকলেও, শিশু শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যু এলাকাবাসীকে নতুন করে ভাবিয়ে তুলেছে। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন যাতে এমন ঘটনা আর না ঘটে।