খাগড়াছড়ির পানছড়িতে লোগাং জোন ৩ বিজিবির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) সকাল ১০টায় পানছড়ি ব্যাটালিয়ন সদর দপ্তরে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় জোন কমান্ডার সীমান্তবর্তী এলাকার জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করে এবং মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, ভারতীয় অবৈধ পণ্য চোরাচালান, নারী ও শিশু পাচার ও সন্ত্রাসী কার্যক্রম থেকে নিজেদের দূরে রাখে। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির সর্বোচ্চ প্রস্তুতির আশ্বাস দিয়ে বলেন, সীমান্ত এলাকায় সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারী ও টহল কার্যক্রম চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, “শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। স্থানীয় জনসাধারণের সক্রিয় সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা বজায় রাখা কঠিন।”
সভায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাঈমুল মুশফিক নাঈম, সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জাকির হোসেন, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, লতিবান ইউপি চেয়ারম্যান ভুমিধর রোয়াজা এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ রাশেদুজ্জামান অলি সহ স্থানীয় জনপ্রতিনিধি ও কার্বারিরা।
সভাটি সীমান্ত নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক ঐক্যের একটি অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।