সিরাজগঞ্জের সলঙ্গা থানার সলঙ্গা ইউনিয়নের পুরান বেড়া এলাকায় ভেজাল ওষুধ ও মাদক ব্যবসা চালিয়ে আসা মহিবুল্লাহ্ সবুজ নামে এক ব্যক্তির গঠিত কিশোর গ্যাংয়ের হাতে সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন।
মহিবুল্লাহ সবুজ, বদিউজ্জামানের ছেলে, মাত্র ৫ম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেই নিজেকে কেমিস্ট দাবি করে দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অনুমোদনহীনভাবে তৈরি করে চলেছেন তিল, আচিল ও নাকের পলিপাসের ভুয়া ওষুধ। এসব ওষুধ ফেসবুক পেজ ‘বাংলাদেশ হেলথ কেয়ার’-এর মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিক্রি করে মানুষের সঙ্গে প্রতারণা করছেন। তবে ওষুধ ব্যবসার আড়ালে তিনি গড়ে তুলেছেন গাঁজা ও ইয়াবা পাচারের একটি চক্র।
গোপন তথ্য অনুযায়ী, তার নিজের গ্যাং সদস্যদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের জন্য ওয়াকিটকি ব্যবহারের অভিযোগও রয়েছে। রাতের বেলায় পুলিশ প্রশাসনের উপস্থিতি টের পেলে এই ওয়াকিটকি ব্যবহার করে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান তারা।
গত ৫ মে সন্ধ্যায় এই অবৈধ ব্যবসা ও গ্যাং তৎপরতা অনুসন্ধানে গেলে সাংবাদিকদের ওপর মহিবুল্লাহ সবুজের কিশোর গ্যাং হামলা চালায়। এতে একজন সাংবাদিক গুরুতর আহত হন এবং সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৯৯৯ নম্বরে ফোন দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে।
সলঙ্গা থানায় এ ঘটনার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার কয়েকদিন পার হলেও মূল অভিযুক্ত মহিবুল্লাহ সবুজ ও তার সহযোগীদের কেউ এখনও আটক হয়নি।
স্থানীয়রা অভিযোগ করেন, মহিবুল্লাহ সবুজ দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা ও মারধরের অভিযোগ থাকলেও প্রশাসনিক পদক্ষেপ দেখা যায়নি।
এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান জানান, "সাংবাদিকদের হামলার ঘটনায় মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।"