প্রকাশ: ৫ মে ২০২৫, ১৬:১৬
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. সাকিব (২০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত সাকিব মাদলা নতুন গুচ্ছগ্রামের বাসিন্দা এবং আব্দুল মোতালেবের ছেলে। এই ঘটনাটি ঘটে রোববার রাত পৌনে ১২টার দিকে বায়েক ইউনিয়নের মেইন পিলার ২০৪৫/১৭ এস এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব সীমান্তে অবস্থানকালে বিএসএফ একটি রাবার বুলেট ছোড়ে, যা সরাসরি তার শরীরে আঘাত হানে। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকায় নেওয়ার চেষ্টা করেন। তবে পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয়রা।
এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, রোববার রাতে সীমান্ত দিয়ে একটি মোটরসাইকেল নামাতে গিয়ে সাকিব বিএসএফের গুলিতে নিহত হন বলে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়েছি। তিনি আরও বলেন, বিষয়টি আইনানুগভাবে প্রক্রিয়াধীন রয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, রাতে বিএসএফের গুলিতে সাকিব আহত হন এবং ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
বিজিবির পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের সঙ্গে একাধিকবার মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করার দাবি জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা।
সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের মতে, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি সীমান্তে গুলি চালানোর ঘটনা বন্ধে কূটনৈতিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।