প্রকাশ: ৪ মে ২০২৫, ১৭:৪৩
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে ইউএনও মো. নাহিদুর রহমান নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। ৩ মে রাতে ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল এলাকায় অভিযান চালিয়ে একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়, যা অবৈধভাবে মাটি বহন করছিল। এ সময় মাটি কাটতে ব্যবহৃত ভেকু ব্যাটারীও জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন, কৃষি জমি থেকে মাটি উত্তোলন শুধুমাত্র অনুমতি সাপেক্ষে করা যেতে পারে, কিন্তু অনেকেই এ ধরনের কার্যক্রম অবৈধভাবে চালিয়ে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের কার্যক্রম বন্ধে উপজেলা প্রশাসন সব সময় সজাগ থাকবে। তিনি আরো বলেন, মাটির এই অবৈধ উত্তোলন পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং সড়কের ক্ষতি করছে, যা সাধারণ মানুষের জন্য দুর্ভোগের সৃষ্টি করছে।
এ অভিযানে, মাটিবাহী ট্রাকের চালক কৌশলে পালিয়ে যান, তবে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং কোয়ার্টারের পাশে রাখা হয়েছে। ইউএনও আরও জানান, এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করতে উপজেলা প্রশাসন কোনো ছাড় দেবে না এবং মাটি উত্তোলনের জন্য অনুমতির প্রয়োজনীয়তা সম্পর্কে সকলকে সতর্ক করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে মাটি উত্তোলন অবৈধভাবে চলছে এবং এতে এলাকার পরিবেশে ব্যাপক প্রভাব পড়ছে। স্থানীয়দের অভিযোগ, এই কাজে প্রভাবশালীদের হাত রয়েছে, যা অনেক সময় প্রশাসনের নজর এড়িয়ে যাচ্ছে। ভারী মাটিবাহী যান চলাচলের কারণে গ্রামীণ সড়কগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বার্থে সড়ক নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।