প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৯:২৪

বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়কে ছাত্র আন্দোলন ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৪টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে অন্তত ৪-৫ জন আন্দোলনকারী এবং একজন বাস চালক আহত হয়েছেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল। দূরপাল্লার পরিবহনগুলো বিকল্প পথে শহরের মধ্যরাস্তা ব্যবহার করে গন্তব্যে পৌঁছাচ্ছে।
