প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৯:৩৮
সরাইল উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় মাদক বিক্রির অভিযোগে সুমী বেগম নামে এক নারীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শত টাকা জরিমানা প্রদান করেছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে এ দণ্ড প্রদান করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন। পরে তাকে সরাইল থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।