প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৯:৪৬
বরিশালের বানারীপাড়ায় দেশের আধুনিক সাংবাদিকতার পথিকৃৎ, দৈনিক সমকাল ও যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম সারওয়ারের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে প্রয়াতের গ্রামের বাড়িতে বাদ জোহর দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বানারীপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ইয়াতিমখানার শিশুসহ আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।