কুড়িগ্রামের উলিপুরে শিয়াল মারার জন্য পাটক্ষেতে স্থাপিত বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাকিম (৬০) নামে এক সুপারী ব্যবসায়ী মারা গেছেন। বুধবার সকালে পৌরশহরের শিববাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাকিম স্থানীয় নুরুল হকের পুত্র ছিলেন। গত কয়েকদিন ধরে তার পাটক্ষেতে শিয়ালের উপদ্রব বেড়ে যাওয়ায় তিনি বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন। সকাল ৮টার দিকে ফাঁদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই তিনি পাটক্ষেতে প্রবেশ করলে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুটি মৃত শিয়ালও উদ্ধার করা হয়।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাসঙ্গিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ধরনের বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং অত্যন্ত বিপজ্জনক বলে জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। তারা কৃষকদের এ ধরনের পদ্ধতি পরিহার করার জন্য সতর্ক করেছেন।
নিহত আব্দুল হাকিম এলাকায় সুপরিচিত সুপারী ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও আত্মীয়স্বজন গভীর শোকে নিমজ্জিত।
স্থানীয় প্রশাসন এ ধরনের বেআইনি বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার বন্ধে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।