প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৬:৩০
নওগাঁ জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৫ বালকদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিস এই আয়োজন করেছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে জার্সিও বিতরণ করেন।